1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘ভুয়া’ এফসিপিএস ডিগ্রিতে রোগী দেখার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

‘ভুয়া’ এফসিপিএস ডিগ্রিতে রোগী দেখার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২১৭ জন পড়েছেন

মৌলভীবাজারে ভুয়া এফসিপিএস ডিগ্রি সনদে উচ্চমূল্যে ভিজিট নিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। ডাক্তারদের সংগঠন খোদ বিএমএ এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

এফসিপিএস ডিগ্রি ভুয়া জানতে পারলেও এই ডাক্তার বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত এমবিবিএস পাস কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) বাংলাদেশে চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিগ্রিধারীদের লিস্টে এই চিকিৎসকের নাম নেই। কিন্তু তিনি মিথ্যা তথ্য দিয়ে নিজেকে এফসিপিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে রোগী দেখছেন মৌলভীবাজারে।

বিষয়টি ধরা পড়েছে বিএমএ ও সিভিল সার্জনের চোখেও। তারা এ নিয়ে অভিযোগও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার জন্য আবেদন করেছেন। তবে বেশ কয়েক দিন গত হলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ-এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাব্বির হোসেন খান বলেন, সারা দেশে প্রায়ই আমরা ভুয়া চিকিৎসক আটক বা ধরা পড়ার খবর পাই। তাই আমাদের জেলায় কোনো ডাক্তার নতুন আসলে সেই ডাক্তার সম্পর্কে খবর নেই।

সম্প্রতি আমরা এই চিকিৎসকের তথ্য খুঁজতে গিয়ে তার এপসিফিএস ডিগ্রি ভুয়া মনে হয়েছে। যাচাই-বাছাই করে সন্দেহজনক এই চিকিৎসকের তথ্য দিয়েছিলাম যথাযথ কর্তৃপক্ষের কাছে গত ২২ ফেব্রুয়ারি। আফসোস, এটার জন্য ওই কর্তৃপক্ষ মোবাইল কোর্ট আয়োজনকারী বিভাগের সহযোগিতা পায়নি এত দিনেও!

তিনি আরও জানান, বিষয়টি সিভিল সার্জনও অবগত আছেন। এই ডাক্তারের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডিগ্রি লিখেছে এফসিপিএস। কিন্তু বিসিপিএস (যারা এই ডিগ্রি দেয়, সেই প্রতিষ্ঠান) এর তালিকায় তার নাম নেই।

আমরা তার তথ্য এই মুহূর্তে প্রকাশ করতে চাইছি না। কারণ আমরা চাই যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা যেন পালিয়ে বাঁচতে না পারে। হাতেনাতে ধরার জন্য মূলত তার তথ্য প্রকাশ করছি না ।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি তারা ম্যাজিস্ট্রেট দেবেন তারপর অভিযান পরিচালনা করা হবে। সে যেন পালিয়ে যেতে না পারে এবং শাস্তি নিশ্চিত হয় তাই আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান করতে চাইছি।

অভিযোগের ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিস আহসান বলেন, এই রকম অভিযোগ আমরা পেয়েছি সিভিল সার্জনের পক্ষ থেকে। আমরা অভিযান করব। যতটুকু জেনেছি তিনি চিকিৎসক ঠিক আছে তবে ডিগ্রি সম্ভবত ভুয়া। অভিযানের পর নিশ্চিত হওয়া যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!