1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন

চা-শ্রমিক সন্তানের বেড়ে উঠার গল্প

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৮৯ জন পড়েছেন

লিটন গঞ্জু:

সিলেট আর চা- শব্দ দুটো যেনো সমার্থক। সিলেটের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে সবুজ চা বাগানের সমুদ্র। উঁচু নিচু পাহাড়ের গায়ে সারি সারি চা বাগান যেনো সিলেটেরই প্রতিচ্ছবি। কথা বলছি চায়ের রাজ্য সিলেটের ছেলে সন্তোষ রবি দাস অঞ্জন’র সাথে। সদ্যই তিনি শুরু করেছেন সিলেটের তাজা এবং খাঁটি চায়ের ব্যবসা।

কমলগঞ্জের ডাককে তিনি জানান, আমার বাসা সিলেটের মৌলভীবাজারের শমসেরনগর চা-বাগানে হওয়ায় ক্যাম্পাসের অনেক সিনিয়র, বন্ধু,বান্ধবী ও আপুরা আমাকে প্রায়ই বলে থাকেন যে, অঞ্জন এইবার ছুটিতে গেলে আমাদের জন্যে চা নিয়ে আসবা। ক্যাম্পাসের ৪টা বছর এইভাবে সেবা দিতে দিতে একসময় মনে হলো যে, এসব পরিচিত মুখদেরকে নিয়ে আমি খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারি।

৪টা বছর ব্যবসা শুরু করতে পারিনি। কথায় আছে না,‘পাছে লোকে কিছু বলে’।

তিনি জানান, এই কোয়ারেন্টাইন শিখিয়েছে, বেকার থেকে লাভ নেই, অপরচুনিটিকে কাজে লাগাতে। টিউশনির জমানো ২টাকা দিয়েই যাত্রা শুরু করি আমার লালিত স্বপ্নের। অঞ্জন’স এর।

আমাদের এলাকার বিখ্যাত চা, সাতকড়া, ঐতিহ্যবাহী পোশাক এবং অন্য এলাকার অতিথিরা যাতে আমার এলাকায় এসে বিপদের সম্মুখীন না হোন, উনাদের জন্যে ট্যুর রিলেটেড সব ধরনের সেবা প্রদান করছি। তিন মাসে মোট সেল হয়েছে ২৭ হাজার ৫শত টাকা।

শুরুর দিকে কিছু সমস্যা যেমন প্রোডাক্ট না চিনতে পারায় মানুষের কাছে চড়া দামে প্রোডাক্ট কিনতে হয়েছিল, সঠিক সাপ্লাইয়ার নির্ধারণ সমস্যা, মানুষের নেগেটিভ কমেন্ট এইসবের মুখোমুখিও হতে হয়েছে।

তিনি আরো বলেন, আপনারা এটাকে ব্যবসা মনে করলেও, আমি এটাকে সেবা মনে করি।সেবার মাধ্যমে আপনাদের আর্থিক ভালোবাসা পাওয়াই হলো Anjon’s এর মূলকথা।

স্বপ্ন দেখি Anjon’s নামে একটি ব্রান্ড হবে। যেখানে আমার চা-জনগোষ্টির শত শত বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে। আমার এলাকার ব্রান্ডিং, এলাকার লোকের কর্মসংস্থান এর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে এই ব্যবসাটি বিরাট অবদান রাখতে সক্ষম হবে।

সন্তোষ রবি দাস অঞ্জন
মার্কেটিং বিভাগ,ঢাকা বি
স্বত্তাধিকারীঃ

Anjon’s Committed To Serve Better.
Shamshernagar, Moulvibazar,

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!