1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

২ বছর প্রেম করে পুত্রবধূকে নিয়ে উধাও শ্বশুর!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৬৩ জন পড়েছেন

লালমনিরহাটে কালীগঞ্জে টানা দুই বছরের প্রেমের পর অবশেষে ছেলের বউকে নিয়ে পালিয়েছে শ্বশুর। চলতি মাসের প্রথম সপ্তাহে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের এ ঘটনা ঘটে।

লালমনিরহাটের কালীগঞ্জ থানা সুত্র জানায়, ৫ বছর আগে দলগ্রামের হৃশিকেশ অধিকারীর সঙ্গে একই উপজেলার ভোটমারী গ্রামের সুখী রানীর বিয়ে হয়। এরপর থেকে তাদের সংসার ভালোই চলছিল। সে সময় তার স্বামীর প্রতিবেশী এক কাকা প্রদীপ কুমারের সাথে পরিচয় করিয়ে দেয়। শুরু হয় উভয়ের মধ্যে পারিবারিক যোগসুত্র। কাকা হৃশিকেশকে পাতানো ছেলে বানিয়ে সুখী রানীকে বৌমা বলা শুরু করে। এরপরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অবশেষে গভীর প্রেম সর্বোচ্চ পর্যায়ে এলে গত ৫ মার্চ পুত্র সন্তানকে রেখেই প্রদীপ কুমারের সঙ্গে পালিয়ে যান সুখী রানী।

এ ঘটনায় স্বামী হৃশিকেশ গত ০৮ মার্চ অপহরণের অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহিত বলেন, তদন্ত চলছে দ্রুতই নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!