1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
জাতীয় ফুটবল দলে ৫ নতুন মুখ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

জাতীয় ফুটবল দলে ৫ নতুন মুখ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৯১ জন পড়েছেন

নেপালের তিন জাতির টুর্নামেন্টের জন্য জাতীয় দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের আভাস মিলেছিল, এই আসরে কিছু নতুন মুখকে পরখ করে দেখতে চান কোচ জেমি ডে। ইংলিশ কোচ সব মিলে ৫ জনকে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে সুযোগ করে দিলেন।

নতুনদের সুযোগ দিতে ২৪ সদস্যের দল থেকে বাদ পড়লেন বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা। চোটের কারণে ছিটকে যাওয়াদের মিলিয়ে তালিকাটা বেশি লম্বা। সবশেষ কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ২৩ জনের দল থেকে ৯ জনকে নেই নেপাল সফরের দলে।

নতুন সুযোগ পাওয়াদের তালিকায় রয়েছেন- মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের দুই ডিফেন্ডার মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।

চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। এ ছাড়া দলে ডাক পাননি অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রবিউল ইসলাম, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া।

২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর। উত্তর বারিধারার সঙ্গে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোটিং থেকে ধারে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়া জামাল ভূঁইয়া ।

২৪ জনের সঙ্গে অনূর্ধ্ব- ২৩ দলের খেলোয়াড় হিসেবে ভবিষ্যতের জন্য আরও সাত খেলোয়াড় রাখা হয়েছে। যারা মূল দলের সঙ্গে অনুশীলনে করবেন।

২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে তিন জাতির টুর্নামেন্টটি। স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তৃতীয় দল হিসেবে খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ দল ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ১৮ অথবা ২০ মার্চ নেপাল যাবে দল।

২৪ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক:

আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহীদুল আলম সোহেল

ডিফেন্ডার:

বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান

মিডফিল্ডার:

বিপলু আহমেদ, মাসুক মিয়া জনি, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ

ফরোয়ার্ড:

মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদি হাসান রয়েল

অনূর্ধ্ব ২৩ দলের সাতজন

গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার আতিকুমজ্জামান, মিডফিল্ডার আবু সাহেদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম ও স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!