সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বিরতিহীন যাত্রীবাহী বাস ডাবর পয়েন্টে আসার পর সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এ সময় বাসে থাকা ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে সুনামগঞ্জ, সিলেট ও কৈতকের হাসপাতালে চলে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।