ব্রাহমা জাতের গরু বাংলাদেশে উৎপাদন ও পালন নিষিদ্ধ না হলেও ২০১৬ সালে এক নীতিমালা দিয়ে আমদানি নিষিদ্ধের তালিকায় ঢোকানো হয়। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশটির মতো এ জাতের গরু আটক করা হয়, যেগুলো মিথ্যা তথ্য দিয়ে আনা হচ্ছিল।
অথচ এ জাতের উৎপাদন বাড়ার কারণে বাংলাদেশে মাংসের উৎপাদন বেড়েছে এবং চাহিদা মেটানো সহজ হয়েছে।
ব্রাহমা জাতের গরু পালন সহজ ও লাভজনক, আর রোগ বালাইও অন্যান্য জাতের চেয়ে কম হওয়ায় স্থানীয় অনেক খামারি এই গরু আমদানি করতে চান।
বর্তমানে বাংলাদেশে যেসব ব্রাহমা জাতের গরু রয়েছে তার প্রায় সবই কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা গরু।