1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

ঐতিহাসিক মারাকানার নামকরণ হবে পেলের নামে

  • প্রকাশিত : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১৯৪ জন পড়েছেন

বদলে যাচ্ছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম। দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের নামে হবে স্টেডিয়ামের নতুন নাম।

নাম পরিবর্তনে রিও ডি জেনেইরো রাজ্য আইনসভায় ভোট হয়েছে। এখন অফিশিয়ালভাবে ঘোষণার আগে বিষয়টি রিও ডি জেনেইরোর গভর্নর কর্তৃক অনুমোদন পেতে হবে।

৮০ বছর বয়সী পেলের পুরো নাম এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তো। তবে মারাকানার নাম হবে তার সার্বজনীন পরিচিত নাম পেলের নাম অনুসারেই- ‘রেই পেলে স্টেডিয়াম’। পর্তুগিজ ভাষায় এই রেই অর্থ- কিং; বাংলায়- রাজা।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ১৯৬৯ সালে সান্তোসে খেলার সময় মারাকানায় স্টেডিয়ামেই ক্যারিয়ারের ১০০০তম গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

মারাকানায় ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০১৬ অলিম্পিকের উদ্বোধনও হয়েছে এই মাঠে।

১৯৫০ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে শিরোপা জিতে নেয়। তখন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল ২ লাখ। এখন অবশ্য সেটি ৭৮ হাজার ৮শত ৩৮।

মারাকানার নামকরণ করা হয়েছিল দেশটির বিখ্যাত সাংবাদিক মারিও ফিলহোর নামে, যিনি ১৯৪০ সালে স্টেডিয়ামটি নির্মাণে তদবির করেছিলেন। এখন সেটি বদলে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!