টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। গত ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন তারা। ১০ মার্চ করোনায় পজিটিভ এসেছে তাদের।
গণমাধ্যমকে কাজী হায়াৎ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘স্ত্রীসহ আমি গত ২ মার্চ করোনার টিকা নিয়েছিলাম। তারপর জ্বর আসে। ঘ্রাণশক্তি কমে যাচ্ছিল। ৮ মার্চ ল্যাবএইড হাসপাতালে করোনার পরীক্ষা করাই। গতকাল জানতে পেরেছি আমাদের করোনা পজিটিভ।