মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহেমদ।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খাঁন।
অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আব্দুল হান্নান, আলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হাসান পাপ্পু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।