1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল; চ্যাম্পিয়ন স্বপন ফ্রেন্ডস্ এফসি, রানার্স আপ ফুটবল একাডেমী শ্রীমঙ্গল
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল; চ্যাম্পিয়ন স্বপন ফ্রেন্ডস্ এফসি, রানার্স আপ ফুটবল একাডেমী শ্রীমঙ্গল

  • প্রকাশিত : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৪৯ জন পড়েছেন

প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে, থীম সং ও গানের সাথে নৃত্যশিল্পিদের নাচের ডিসপ্লের মধ্য দিয়ে শুরু হয় এ ফাইনাল খেলার উদ্ভোধনী অনুষ্টান। এ থীম সং ও নাচের সাথে নৃত্য করেন কমলগঞ্জের সেরা নৃত্য শিল্পি দুলা ও মিলা। মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১-এর ফাইনাল খেলায় স্বপন ফ্রেন্ডস্ এফসি ২-০ গোলে জয়লাভ করে চ্যাাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৪টয় মৌলভীভজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় ম্যান অব দি সিরিজ হয়েছে ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের সজল।

এ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলাম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।

টান টান উত্তেজার খেলায় প্রথমার্ধে স্বপন ফ্রেন্ডস্ এফসি ফুটবল একাডেমী শ্রীমঙ্গলকে ২-০ গোল দেয়। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন চ্যাম্পিন,রানার্স আপ ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন। মোট ১৬টি দল নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি ইমান’স প্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১-এর যাত্রা শুরু হয়েছিল।

ইমান’স ফ্রিড এন্ড ম্যানেজমেন্ট এর (সি,ই,ও) মো. মাসুম আহমেদ জানান,কমলগঞ্জে এ প্রথম আমরা এই খেলার আয়োজন করেছি। প্রায় ১মাস দরে এই খেলা শেষে আজ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। আর আজকের ফাইনাল খেলায় প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি ছিল। আমরা এত সুন্দর ভাবে এই খেলার পরি সমাপ্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি,এই টুর্নামেন্টের সকল কলা কৈশলীদের। আগামী বছর এর চেয়ে আরও বড় আয়োজন করবো আমরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!