1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় হেফাজত-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

  • প্রকাশিত : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২২৩ জন পড়েছেন

মৌলভীবাজারের কুলাউড়ার কটারকোনা বাজারে রোববার (২৮ মার্চ) দুপুরে হরতালকারী হেফাজতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে হেফাজতে ইসলামীর ৫০ থেকে ৬০জন কর্মী বেলা দেড়টার দিকে কুলাউড়া-শমসেরনগর সড়কের কটারকোনা বাজার এলাকায় পথরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে ২টার দিকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীরের নেতৃত্বে কুলাউড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে চলে যেতে বলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির জানালার কাচ ভেঙে যায়। এছাড়া ইটের আঘাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম ও কনস্টেবল সঞ্জিত আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এরপর হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভ‚ষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলা হবে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!