1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন

জীবনসঙ্গী খুজতে মনিপুরীদের ‘থাবল চোংবা’

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৮২৮ জন পড়েছেন

বিশেষ প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘থাবল চোংবা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাত ৮ টা থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে উম্মোক্ত মঞ্চে এ উৎসবে নানা বয়সী অবিবাহিত প্রায় ৩ শতাধিক যুবক-যুবতীরা ভাব বিনিময় করতে দলবেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য করে।

উন্মোক্ত মঞ্চের মধ্যখানের গোল বৃত্তে বসা প্রশিক্ষণপ্রাপ্ত দুই শিল্পী মাঙাল লৈমা ও সম্বু রতন ‘থাবল চোংবা’ অনুষ্ঠানের গান পরিবেশন করেন। ওই শিল্পীদের সাথে আধুনিক বাদক দলের সদস্যরাও ছিলেন।

আলাপকালে আয়োজকরা জানান, এ উৎসবে মনিপুরী সম্প্রদায়ের অবিবাহিত যুবক-যুবতীরা বিশেষ ধর্মীয় গানের নৃত্যের তালে খোঁজতে থাকে তাদের জীবনসঙ্গীকে। সুনিপুন এমন নৃত্য মনমুগ্ধ করে তোলে নানা বয়সী মানুষকে। সন্ধ্যা রাতে ধর্মীয় গানের সুর শোনে মনের টানে মাঠে ছুটে আসেন মনিপুরী যুবক-যুবতী, কিশোর-কিশোরীসহ নানা বয়সের লোকজন। সবাই জড়ো হলেই শুরু হয় মূল আর্কষণ ‘থাবল চোংবা’ উৎসবের নৃত্য।

এ বিষয়ে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল শ্যামল বলেন, ‘আমাদের নয়াপত্তন গ্রামে উম্মোক্ত মাঠে মঞ্চ করে প্রতিবছরের ন্যায় এ বছরও আয়োজন করা হয়েছে ‘থাবল চোংবা’ অনুষ্ঠান। তৈরী করা বৃত্তাকার উম্মোক্ত মঞ্চে প্রথমে নৃত্য করে এ গ্রামের অবিবাহিত যুবতীরা। এরপর নৃত্য করতে প্রবেশ করে বিভিন্ন এলাকা থেকে আসা মনিপুরী যুবকরা। পূর্ণিমার চাঁদের সাথে মিল রেখে দোল পূর্ণিমার রাতে ‘থাবল চোংবা’ নামের মিলন মেলায় প্রায় ৩ শতাধিক যুবক-যুবতি এক সাথে নৃত্য করে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!