1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
  4. salauddinsuvo80@gmail.com : Salauddin Suvo : Salauddin Suvo
উচ্চ সংক্রমণের ঝুঁকিতে ৩১ জেলা, শীর্ষে মৌলভীবাজার - কমলগঞ্জের ডাক
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন

উচ্চ সংক্রমণের ঝুঁকিতে ৩১ জেলা, শীর্ষে মৌলভীবাজার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৫২ জন পড়েছেন

দেশের ৩১টি জেলা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই তালিকার শীর্ষে আছে মৌলভীবাজার। তারপর রয়েছে মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট।

তালিকায় থাকা অন্য জেলাগুলো হচ্ছে- নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল এবং কক্সবাজার।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এসব জেলায় সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। এক সপ্তাহে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জেলার তালিকায় যোগ হয়েছে আরও ২৪টি।

তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানিয়েছিলেন, ২৯টি জেলা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সে হিসেবে দুদিনে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় আরও দুটি জেলা যোগ হলো।

এক সপ্তাহ ধরে যেসব জেলায় শনাক্তের গড় হার ১০ শতাংশের বেশি, সেগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৩১টি জেলায় গড় শনাক্তের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে।

দেশে করোনাভাইরাস দ্রুত বাড়ছে। গত ২৫ মার্চ থেকে ৩১ শে মার্চ এই সাতদিনেই শনাক্ত হয়েছে ৩০ হাজার ৪৮৭ জন। দৈনিক গড়ে সাড়ে চার হাজারের বেশি।

করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৪৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!