1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মাস্ক ছাড়া বের হলেই ব্যবস্থা- শ্রীমঙ্গলে পুলিশ সুপার
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

মাস্ক ছাড়া বের হলেই ব্যবস্থা- শ্রীমঙ্গলে পুলিশ সুপার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৯২ জন পড়েছেন

আব্দুস শুকুরঃঃ—

মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমনের হার সারা দেশের তুলনায় অনেক বেশি বেড়েছে। এখন থেকে সবাই সচেতন না হলে করোনা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। তাই ঘর থেকে বের হওয়ার সময় বাধ্যতামূলক মাস্ক নিয়ে বের হতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী।

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, বিভিন্ন যানবাহনে নো মাস্ক নো সার্ভিস স্টিকার সাঁটানোসহ বিভিন্ন ধরনের সচেতন মূলক কর্মসূচি পালন করেন তারা।

শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক এর সঞ্চালনায় ও মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হসেন ইকবাল, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অভিনাশ আচার্য, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর এম এ সালাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভালু লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ইপা বড়ুয়া, পরিবহন শ্রমিক নেতা শাজাহান মিয়া প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান মুজুল, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য অফিসার ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অতিথিদের সাথে নিয়ে পথচারীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ, যানবাহনে নো মাস্ক নো সার্ভিস স্টিকার সাঁটানো এবং মাসিক বিহীন পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!