টিকা নিয়েও করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বৃহস্পতিবার নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।’
‘মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন’ যোগ করেন অধ্যাপক নাসিমা সুলতানা।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে ব্রিফ করতেন অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। অবশ্য পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।