1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমলগঞ্জে মণিপুরি লাইব্রেরী রিসার্চ সেন্টারের আলোচনা ও সংবর্ধনা
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমলগঞ্জে মণিপুরি লাইব্রেরী রিসার্চ সেন্টারের আলোচনা ও সংবর্ধনা

  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ জন পড়েছেন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মার্চ) বিকাল ৫টায় আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের উপদেষ্ঠা লৈচোম্বম রাজকুমারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।

এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা।

আলোচনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি একে শেরাম।

এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন চাওবা মেমোরিয়াল মনিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়ামের ডিরেক্টর হামোম তনুবাবু, মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল শ্যামল, মনিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,সাংবাদিক সাব্বির এলাহী প্রমুখ।

অনুষ্ঠানে নর্থ আমেরিকান বাংলাদেশী মনিপুরী সোসাইটি ইউএসএ ফাইন্ডার ট্রেজারার অয়েকপম বিজন, ২০১৯ এর মৈতৈ চনু লৈফ্রাকপম সূচনা চনু ও দি ভানুবিল ড্রামা পার্টিকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টায় সকালে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!