1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক নির্দেশনা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

কমলগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক নির্দেশনা

  • প্রকাশিত : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ জন পড়েছেন

সরকারি নির্দেশনায় সারা দেশে লকডাউন শুরু হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লকডাউন মানতে রাজি নন ব্যবসায়ী ও নিন্ম আয়ের লোকজন। লকডাউনকে উপেক্ষা করে সকাল থেকেই দোকানের দু’এক সাটার খুলে ব্যবসা করেন ব্যবসায়ীরা।

উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার ও আদমপুরবাজারসহ সবকটি বাজারে এচিত্র দেখা গেছে।

তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন, স্বাস্থ্যবিধি ও সরকারের ১৮ দফা মানতে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

শমশেরনগর,আদমপুর ও ভানুগাছ বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা সকাল থেকেই শপিং মল, হোটেল-রেস্তোরাসহ স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানের এক এক সাটার খুলে বসে আছেন। ক্রেতারাও মালামাল এবং খাদ্যপণ্য কিনতে দোকানে দোকানে আসা যাওয়া করছেন। বেশীর ভাগ দেখা গেছে কারো মধ্যে মাস্ক ব্যবহারেরও কোন আগ্রহ দেখা যায়নি।

শমশেরনগর বাজারের হোটেল-রেস্তোরায় খাবারের জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে দু’জন বসার কথা, সেখানে ৪জন বসে খাবার খাচ্ছেন। বাস ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিকও রয়েছে।

তবে হাটবাজারে মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও নিষেধাজ্ঞা আরোপে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ২৯ মার্চ তারিখে ১৮ দফা নির্দেশনার প্রয়োজনীয় নির্দেশনা সমুহ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সচেতনতা মূলক ক্যাম্পিং করেছে।

এদিকে ভানুগাছ বাজার ও আদমপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও দুপুরে শমশেরনগর বাজার ও মুন্সিবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ব্যবসায়ীদের সাথে কথা বলে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক কমলগঞ্জের ডাক অনলাইনকে জানান, আগামী ১১ই এপ্রিল পর্যন্ত মেয়াদে লকডাউন প্রতিপালনের জন্য আমরা মাঠে আছি এবং ব্যবসায়ীসহ জনসাধারণকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। স্বাস্থ্য বিধি পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরো বলেন, সরকারি আইন সবাইকে মানতে হবে। তবে,আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!