1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘সর্বাত্মক লকডাউনে’ কমলগঞ্জের রাস্তায়-রাস্তায় পুলিশ চেকপোস্ট
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

‘সর্বাত্মক লকডাউনে’ কমলগঞ্জের রাস্তায়-রাস্তায় পুলিশ চেকপোস্ট

  • প্রকাশিত : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ জন পড়েছেন

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত বুধবার ভোর থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। ঢাকাসহ দেশের সর্বত্র বুধবার থেকে ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জেও পুলিশ তৎপর রয়েছে।

লকডাউনের ৫ম দিন রবিবার দুপুরে দেখা গেছে, কমলগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে দেখা যায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে চেকপোস্ট চলছে। আলাপকালে তিনি জানান, ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হচ্ছে না। ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য কমলগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!