মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা-বাগানে সুমন গোয়ালা (৩২) নামে এক চা শ্রমিকের লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে আপন চাচা মনোহার গোয়ালার দুই ছেলে বিশ্বজিৎ গোয়ালা ও সনজিৎ গোয়ালার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত সুমন একই চা-বাগানের বড় লাইনের বিমল গোয়ালা ওরফে সাধুর ছেলে।
আজ সোমবার বিকালে ইসলামপুর ইউপির চাম্পারায় চা-বাগানের ২৫ নম্বর সেকশনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানাকে অবগত করেন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান বলেন, অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল রয়েছে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন পারিবারিক কলহের জের ধরে তার আপন চাচাতো দুই ভাই তাকে খুন করেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।