মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ জন কোরআনের হাফেজকে নামাজের জন্য জায়নামাজ দিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সাকের আলী সজিব।
সোমবার(৩ মে) দুপুর ২ টা উপজেলা চৌমুহনী জামে মসজিদে ৫জন হাফেজের হাতে এই জায়নামাজ গুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন পান্না,ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চৌমুহনি জামে মসজিদের মুত্তালী আনহার আলীপ্রমূখ।
সাকের আলী সজীব কমলগঞ্জের ডাককে বলেন, আমার এই ধরনের কাজগোলা প্রচারের জন্য নয়,
এই সমাজে মানুষ বিভিন্ন ধরনের উপহার দেয় ঈদ আসলে,আর আমি মনে করি ইসলামিক কিছু উপহার প্রদান করলে এইটার সোহাব আরো বেশি হবে। আর আমাদের ছাত্রলীগের নেতাকর্মী এই কাজগোলা দেখে যাতে তারাও অন্যরকম কিছু সমাজের মানুষের জন্য করতে পারে এতেই আমার সফলতা।