1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে ইউপি সদস্যের বিরোদ্ধে ভাইয়ের স্ত্রীকে লাঞ্ছিতের অভিযোগ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

কমলগঞ্জে ইউপি সদস্যের বিরোদ্ধে ভাইয়ের স্ত্রীকে লাঞ্ছিতের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৮৭০ জন পড়েছেন

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের ছোট ভাই আরজু মিয়ার স্ত্রীকে গলা টিপে ধরে লাঞ্ছিত করায় ও প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই মাধবপুরের ইউপি সদস্য আব্দুল আহাদের উপর। এ অভিযোগে পুলিশ এক সন্তানসহ গৃহবধুকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দিয়েছে।

গত সোমবার বিকেলে উপজেলার মাধবপুরের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার (৩ মে) রাতে গৃহবধুর বাবা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মাধবপুরের নোয়াগাঁওয়ের প্রবাসী আরিফুর রহমান আরজু ২০১৬ সালে শমসেরনগরের মিনার মিয়ার মেয়ে পলি আক্তারকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের বিয়ের আগে আরজু প্রতিমাসে তার বড় ভাই মাধবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আহাদের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। বিয়ের পর সে তার স্ত্রী পলি আক্তারের কাছে টাকা পাঠায়। এনিয়ে ভাশুর ইউপি সদস্য আব্দুল আহাদের পরিবারের সাথে পলি আক্তারের বিরোধ সৃষ্টি হয়। বড় জা ও ভাশুর গৃহবধু পলিকে নানাভাবে নিয়মিত হয়রানি করতেন। এ বিরোদের জের ধরে গত সোমবার বিকেলে ভাশুর ইউপি সদস্য আব্দুল আহাদ তার ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে ভাইয়ের বৌয়ের গলা টিপে ধরে দেয়ালের সাথে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পরে পাশের ঘরের আরও একজন ভাশুর দৌড়ে এসে গৃহবধু পলিকে রক্ষা করেন। এরপরও ভাশুর সুযোগে পেলে তাকে প্রাণে মারার হুমকি দেন।

এ ঘটনাটি শুনে গত সোমবার রাতে গৃহবধু পলি আক্তারের বাবা মিনার মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ গিয়ে সন্তানসহ গৃহবধু পলিকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দেয়।

অভিযোগ সম্পর্কে ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, ‘আসলে বাড়ির একটি হাঁস নিয়ে দুই জা এর মাঝে ঝগড়া শুরু হয়েছিল। এটাকে ভিন্ন দিকে মোড় নিতে ছোট ভাইয়ের স্ত্রী মিথ্যা অভিযোগ করেছে।’

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ‘মঙ্গলবার বিদেশ থেকে গৃহবধুর স্বামী আরজু ফোন করে বড় ভাই ইউপি সদস্যের এ আচরনের বিচার প্রার্থনা করেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘সোমবার রাতে পুলিশ মাধবপুর থেকে গৃহবধুকে উদ্ধার করে তার বাবার কাছে দিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!