প্রায় ৩০ ঘণ্টা পরে সুন্দরবনে লাগা আগুন নিভেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নিভে যায়। তবে আগুন পুরোপুরি নিভলেও বনবিভাগ আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখছে।
আগুনে বনের কয়েক একর বনভূমি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলেনি বনবিভাগ।
শরণখোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সাত্তার জানান, আগুনে ১০ একরেরও বেশি বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে গেছে। ঝরা পাতার স্তর অনেক গভীরে থাকায় আগুন মাটির নিচ থেকে ছড়িয়ে পড়ছে। যে কারণে আগুন উপরের দিকে না উঠে সমতল থেকে বিস্তৃত হচ্ছে। ফলে অগ্নিকাণ্ড এলাকায় বড় গাছপালা থাকলেও সেগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি।