পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও বেতার কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে।
বাংলাদেশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কিছু গ্রামে পীরপন্থীরা ঈদ উদ্যাপন করছে।