1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন

মন্দিরের সামনে দাঁড়িয়ে কারিনার ঈদের শুভেচ্ছা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১৮৩ জন পড়েছেন

পেছনে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দির, সামনে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপূর খান। তার মাথায় সবুজ ওড়না, চোখে কালো চশমা। সেই ছবির নিচে লেখা, ‘আমার সকল মুসলিম বন্ধু ও মুসলিম পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা’।

ছবির ক্যপশনে এই বক্তব্য দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেক নেট ব্যবহারকারী। সেই ক্ষোভের আঁচ ছুটে গেল অভিনেত্রীর দিকে। কেউ বলেন, ‘আপনি এত বোকা! স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছার কথা বলছেন’? কেউ কেউ আবার অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেছেন কারিনাকে। কারও বক্তব্য, ‘এটা মন্দিরও নয়, গুরুদ্বার’। কারও প্রশ্ন, ‘মন্দির আর মসজিদের তফাত জানেন’? কেউ আবার কারিনাকে দেশের জন্য কিছু করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, কেউ ভালভাবে ছবিটি না দেখেই কারিনাকে আক্রমণ কর‍তে শুরু করেছেন। ছবিটা কারিনার বটে, কিন্তু নিচের লেখা তার নয়। কারণ ইনস্টাগ্রামের ওই প্রোফাইল তার নিজের নয়। ‘ফ্যান ক্লাব’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ছবি। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘ফ্যান পেজ ফর দ্য কুইন অব বলিউড’।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!