1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
এবার কর্মস্থলে ফেরার পালা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

এবার কর্মস্থলে ফেরার পালা

  • প্রকাশিত : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১১৫ জন পড়েছেন

ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পর দিন শনিবার ফিরছেন বাড়িতে।

এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

চাপ সামাল দিতে এ দিনও খালি ফেরি বাংলাবাজার থেকে পাঠানো হচ্ছে।

এদিকে, পদ্মা পাড়ি দিয়েও গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, তিন চাক্কার ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

শনিবার ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ চাপ।

জানা যায়, ঈদের পর দিন শনিবারও সকাল থেকেই শিমুলীয়া থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ শুরু হয়েছে। শিমুলীয়া থেকে আসা প্রতিটি ফেরিতেই যাত্রীদের ভির রয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যাত্রী চাপও বাড়তে শুরু করেছে। উভয়মুখী যাত্রী চাপ বাড়ায় ফেরি কম যানবাহন নিয়ে পার হচ্ছে। চাপ সামাল দিতে এ দিনও খালি ফেরি বাংলাবাজার থেকে শিমুলীয়ায় পাঠানো হচ্ছে।

এদিকে, যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোট-বড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউ টিসি কাঁঠালবাড়ি ঘাট সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা বলেন, ঘাটে আজও শিমুলীয়া থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ রয়েছে। ঢাকামুখী যাত্রী চাপ কিছুটা কম। পারাপারের জন্য আমাদের সকল ফেরি চালু রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার থেকে অল্প যানবাহন নিয়ে বা কোন কোন ক্ষেত্রে খালি ফেরি শিমুলীয়া পাঠানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!