1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৩৭ জন পড়েছেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. সারওয়ার আলম মৌলভীবাজার জেলায় আশ্রয়ণ-২ নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

শনিবার উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকায় নির্মাণাধীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি গৃহ নির্মাণের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও প্রয়োাজনীয় দিক নির্দেশনা দেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফজলুল কবীর, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী মো. কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহিদুল ইসলাম মুন্সি, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গলে প্রথম পর্যায়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভ‚মি ও গৃহহীনদের মাঝে ৩শ’ ঘর প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় আরও ৩০০শ’ ঘর নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

দ্বিতীয় পর্যায়ের ইতোমধ্যে ১৬০টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। যা আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এর মধ্যে দিয়ে এসব ঘরের চাবি উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন তরান্বিত করতে এর আগে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রকল্প এলাকার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!