1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দৃষ্টিনন্দন করতে পদ্মছড়া লেকে শতাধিক চারা রোপণ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টিনন্দন করতে পদ্মছড়া লেকে শতাধিক চারা রোপণ

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৫৩ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মছড়া চা-বাগান লেককে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বাগান স্টাফদের উদ্যোগে কৃষ্ণচূড়া, বনজ ও ফলজ গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা-বাগান লেকে চারা রোপন করেন মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের আলী, ইউপি সদস্য কৃষ্ণলাল দিশোয়ারা, সাংবাদিক সালাহ্‌উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, পদ্মছড়া চা-বাগান স্টাফ সিরাজুল ইসলাম, কনকন ছত্রী, মোস্তাফিজুর রহমান রাসেল, মনির মিয়া সর্দার,  বিজয় গোয়ালা, আকলুস মিয়া প্রমুখ।

চারা রোপন কার্যক্রমে পদ্মছড়া চা-বাগানের প্রায় ৫০ জন চা শ্রমিক সহযোগিতা করেন।

এসময় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের আলী বলেন, পদ্মছড়া চা-বাগানের লেকে অনেক পর্যটক আসছেন তাই লেকটিকে আরো দৃষ্টিনন্দন করার লক্ষ্যে আমরা বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছি। এ বছর আমরা লেকের রাস্তার দু পাশে প্রায় শতাধিক বৃক্ষ রোপন করেছি। গাছ গুলো বাঁচিয়ে রাখতে স্থানীয়দের সহযোগিতা চাই।

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!