1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে বিধবার মাটির ঘরের দেয়াল ধ্বস, পৌর মেয়রের আশ্বাস
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

কমলগঞ্জে বিধবার মাটির ঘরের দেয়াল ধ্বস, পৌর মেয়রের আশ্বাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৪৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: স্বামী দিন-মজুর মোঃ রাজা মিয়া মারা গেছেন ১১ বছর আগে। দুই বিধবা বউয়ের তিন ছেলে দুই মেয়ে। মৃত রাজা মিয়ার বড় বউ জাহানারা বেগম সেলাই মেশিনে কাজ করে ও ছোট বউ হালিমা বেগম গৃহিণী। তাদের সব সন্তানই বেকার। সেলাই মেশিনে এলাকার মানুষের কাপড় তৈরি করেই সংসার চলছে কোনরকম। স্বামীর রেখে যাওয়া মাটির দেয়ালের একটি জরাজীর্ন ঘরে বসবাস করে আসছিলেন এই দুই বিধবা নারী। তাদের জীবন চলে পাড়া-প্রতিবেশিদের কাছে হাত পেতে নেয়া চাল-ডালে। শীতের এইদিনে মাটির দেয়ালের বাড়িটি ধসে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন তারা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে। এ খবর পেয়েই দুই বিধবা নারীর দেয়াল ভাঙা ঘর পরিদর্শনে যান পৌর মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

এসময় পৌর মেয়র জুয়েল আহমেদ দুই বিধবা নারীকে সরকারীভাবে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। সেই সাথে ঘরটি আপাতত রক্ষণাবেক্ষনের জন্য তাদেরকে আর্থিকভাবে বরাদ্ধ দেয়া হবে বলেও জানান।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!